Judicial Review-জুডিশিয়াল রিভিউ

সংক্ষেপে বলতে গেলে জুডিশিয়াল রিভিউ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আদালত একটি ইমিগ্রেশন ডিসিশানের বৈধতা পর্যালোচনা করে ৷ যদি কোন আবেদন রিফিউজড হয় আর আবেদনকারী মনে করেন যে ভিসা অফিসার তার আবেদনটি সঠিকভাবে পর্যবেক্ষণ করেননি কিংবা ডিসিশান মেকিংয়ে কোন ত্রুটি হয়েছে বা আবেদনকারীর অধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে তিনি তার ফাইলটি জুডিশিয়াল রিভিউয়ের জন্য আবেদন করতে পারেন, যাতে একজন জাজ এই ডিসিশানকে মূল্যায়ন করেন ৷ যার ফলে সিদ্ধান্তটি পরিবর্তিত হতে পারে কিংবা পুনর্বিবেচনার জন্য পাঠানো হতে পারে ৷

জুডিশিয়াল রিভিউয়ের মূলকথা এক হলেও প্রসেসটি দেশভেদে ভিন্ন হতে পারে ৷

✒️
Immigration Consultant

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *